ভারী বর্ষণে মান্ডি জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর

মান্ডি, ২৪ আগস্ট (হি. স.) : হিমাচল প্রদেশের মান্ডি জেলার থুনাগে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর। পাশাপাশি বুধবার বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী খালি পায়ে হেঁটে বন্যা ক্ষতিগ্রস্থ থুনাগ বাজার এলাকা পরিদর্শন করেন। প্রতিটি দোকান ও বাড়ির ক্ষয়ক্ষতির হিসাব নেন তিনি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বাজার থেকে ধ্বংসাবশেষ অপসারণের কাজ ত্বরান্বিত করার জন্য তিনি গ্রামীণ উন্নয়ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। থুনাগে বন্যা দুর্গতদের উদ্দেশে তিনি বলেন, রাজ্য সরকার এই সঙ্কটের সময়ে তাদের সাথে রয়েছে এবং সরকার তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভারি বর্ষণে চট্টি নালায় বন্যার কারণে থুনাগ বাজারে প্রচুর জল ঢোকে। বন্যায় এলাকার প্রায় ৬০টি দোকান ও ঘরবাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ হিসাবে ৩.৯২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে। কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার যদি এই সহায়তা থেকে থেকে বাদ পড়েন তাহলে প্রশাসনকে জানাতে পারেন।

জয় রাম ঠাকুর বলেন, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন দুর্ঘটনায় ৩২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কিছু মানুষ এখনও নিখোঁজ, যাদের খোঁজ চলছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সব এলাকায় তাৎক্ষণিক ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করা হয়েছে। থুনাগের কিওলি গ্রামে ভারী বর্ষণে দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিবারটিকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে। তিনি গ্রাম পঞ্চায়েত লেহথাচে বন্যা ও ভূমিধসের কারণে কৃষকদের গবাদি পশুর ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন।