কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আবারও স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃষ্টির সৌজন্যে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি একেবারেই উধাও হয়ে গিয়েছে। ফের কিছুটা পারদ পতন হয়েছে তিলোত্তমায়, ফিরেছে মনোরম বাতাবরণ। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
মঙ্গলবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন সকালে কালো মেঘের চাদরে ঢাকা পড়ে শহরের আকাশ। কলকাতার পাশাপশি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। বৃষ্টির জেরে শহরের নিচু এলাকায় জল জমে যায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মঙ্গলবার বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাক্ষিণ্য পেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও।