সময়ের আগেই ইডি দফতরে হাজিরা আইপিএস কোটেশ্বর রাও

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.) : কয়লা পাচার মামলায় রাজ্যের ৮ আইপিএস-এর ভূমিকায় নজর। মঙ্গলবার দিল্লিতে কোটেশ্বর রাওকে তলব করে ইডি। সময়ের আগেই তিনি ইডি দফতরে হাজিরা দিলেন।

তিনি বর্তমানে রাজ্যের দুর্নীতি দমন শাখার পুলিশ সুপার পদে কর্মরত। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাচার মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে ইডি আধিকারিকরা মনে করছেন। কোটেশ্বর রাওয়ের পর একে একে ডাকা হয়েছে শ্যাম সিং, রাজীব মিশ্র, সুকেশ জৈন-সহ বাকি অফিসারদের। জ্ঞানবন্ত সিংয়ের গরহাজিরার পর বাকি অফিসাররা কী পদক্ষেপ করেন, আপাতত সেদিকেই নজর।
দুর্নীতি কাণ্ডে এবার সাঁড়াশি চাপ দিতে প্রস্তুত তদন্ততকারীরা। নেতা-মন্ত্রীদের পরে ইডির নজর পুলিশকর্তাদের উপরে। জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন এবং পুলিশ নিয়োগ পর্ষদের সুপার তথাগত বসু-সহ ৮ আইপিএস-কে দিল্লিতে তলব করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আইপিএস অফিসার জ্ঞানবন্ত সিংকে তলব করে ইডি। কিন্তু জ্ঞানবন্ত সিং হাজিরা দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *