প্রাণ হারালেন আইটিবিপি-র আরও এক জওয়ান, পহেলগাম দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৮

শ্রীনগর, ২৩ আগস্ট (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রাণ হারালেন আইটিবিপি-র আরও একজন জওয়ান। মঙ্গলবার শ্রীনগরের হাসপাতালে প্রাণ হারিয়েছেন পহেলগাম বাস দুর্ঘটনায় আহত এক আইটিবিপি জওয়ান, এই জওয়ানের মৃত্যুর পর পহেলগাম বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮।

গত সপ্তাহে (১৬ আগস্ট) দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের চন্দনওয়ারিতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। অমরনাথে ডিউটি শেষে আইটিবিপি ও জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ানদের নিয়ে ফিরছিল বাসটি। পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। সেদিনই প্রাণ হারিয়েছিলেন ৭ জন জওয়ান।
মঙ্গলবার শ্রীনগরের এসকেআইএমএস সৌরা হাসপাতালে প্রাণ হারিয়েছেন আইটিবিপি জওয়ান নন্দন সিং। এই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। প্রসঙ্গত, এই দুর্ঘটনায় আগেই মৃত্যু হয়েছিল আইটিবিপি-র ৭ জন জওয়ানের, মঙ্গলবার আরও এক জওয়ানের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে হল ৮।