২ সেপ্টেম্বর এআইএফএফ নির্বাচন, নতুন করে মনোনয়ন পেশের নির্দেশ

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি. স.): আগামী ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন । আগামী ২৫ আগস্ট থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগে যাঁরা মনোনয়ন দিয়েছিলেন, তাঁদের নতুন করে মনোনয়ন জমা করতে হবে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে আগামী ২ সেপ্টেম্বর । দিল্লিতে এআইএফএফের সদর দফতরে নির্বাচন হবে বলেও ঘোষণা করা হয়েছে। এমনই ঘোষণা করলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত রিটার্নিং অফিসাররা। আগামী ২৫ আগস্ট থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগে যাঁরা মনোনয়ন দিয়েছিলেন, তাঁদের নতুন করে মনোনয়ন জমা করতে হবে। ৩০ আগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে বলেই ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা করা হতে পারে।

দ্রুত কমিটি গঠন করতে পারলে ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া শেষ করে নতুন কমিটিকে দায়িত্ব নিতে হবে। তারপরেই সাসপেনশন তুলে নেওয়ার আবেদন জানানো যাবে ফিফার কাছে। অনুমতি পেলে তবেই অক্টোবর মাসে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *