ফিরোজপুর, ২৩ আগস্ট (হি.স.): পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিহিনী)। বিএসএফ জানিয়েছে, ৬টি ম্যাগাজিন-সহ ৩টি একে-৪৭ রাইফেল, ৪টি ম্যাগাজিন-সহ তিনটি এম৩ রাইফেল, দু’টিও পিস্তল ও দু’টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
বিএসএফ মনে করছে, পাকিস্তান থেকে সম্ভবত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার ফিরোজপুর সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিপুল পরিমান এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।