পাত্র চাওল জমি দুর্নীতি মামলা : ৫ সেপ্টেম্বর অবধি বিচার বিভাগীয় হেফাজতে সঞ্জয় রাউত

মুম্বই, ২২ আগস্ট (হি.স.) : জমি দুর্নীতি মামলায় ধৃত শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে আগামী ৫ সেপ্টেম্বর অবধি বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ আদালত। ২২ আগস্ট, সোমবার অবধি বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন সঞ্জয় রাউত, বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার শুনানি হয় পিএমএলএ আদালতে। এদিন সঞ্জয় রাউতের বিচারবিভাগীয় হেফাজতের সময়সীমা ৫ সেপ্টেম্বর অবধি বাড়িয়েছে আদালত।

উল্লেখ্য, পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। প্রথমে ৪ আগস্ট ও পরে ৮ আগস্ট অবধি দুই দফায় ইডি-র হেফাজতে ছিলেন তিনি। এরপর ২২ আগস্ট অবধি তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। সোমবার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *