চাম্পামুড়ায় ব্যাঙ্ক কর্মীর বাড়িতে ডাকাতি স্বর্ণালঙ্কার সহ বহু সামগ্রী লুট, রক্তাক্ত দম্পতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকাতে রাত্রিকালীন নিরাপত্তা দিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷ বড় ধরনের প্রশ্ণের মুখে আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা৷ রবিবার রাতে আড়ালিয়া চাম্পামুড়া এলাকায় জনৈক  ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক  ডাকাতি সংঘটিত হয়৷ ব্যাংক কর্মীর নাম রাজেশ দাস৷ ওনার স্ত্রীর নাম বর্ণালী মজুমদার৷ স্বামী -স্ত্রী দুইজনকেই  মারাত্মক ভাবে জখম করে ডাকাত দল৷ অস্ত্রের মুখে সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে ডাকাত দল৷ সাথে  হুমকি দিয়ে গেছে, পুলিশকে জানালে পরিনতি হবে ভয়ংকর৷ ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ আতংক ছড়িয়েছে জনমনে৷ ঘটনার বিবরণ দিয়ে পরিবারের লোকজনরা জানায় গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত বাড়িতে ঢুকে হামলা চালায়৷ তারা দীর্ঘক্ষণ ঘরের ভিতরে তছনছ করে সোনা গয়না নগদ টাকা পয়সা সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে দিয়ে যায়৷ গৃহকর্তা এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা৷ তাতে তারা দুজন এই গুরুতর অভাবে আহত হয়েছেন৷ তাদের ছোট শিশুটিও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে৷ অবশ্য তাকে মারধর করেনি আক্রমণকারীরা৷ আহত দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা দুর্বৃত্তদের আটক করার কোন সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনা বিরাজ করছে৷ রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷