লকআপ থেকে চম্পট দিল খুনের অভিযোগে দুই অভিযুক্ত

কলকাতা, ২১ আগস্ট ( হি.স.) : খুনের অভিযোগে দুই অভিযুক্ত জিআরপিকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট দিল। কীভাবে এমন ঘটনা ঘটল তার খোঁজখবর করতে গিয়ে তাজ্জব রেল পুলিশ। পলাতক ওই দুই অভিযুক্তের নাম রাজু হরি ও সমিরুল মোল্লা। দুজনই উলুবেড়িয়ার বাসিন্দা। দুজনের বিরুদ্ধেই বন্ধুকে খুন করার অভিযোগ রয়েছে।
খুনের ওই ঘটনাটি গত ১৭ আগস্টে। ওই দিন আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে বছর সতেরোর শুভম হরিকে ধাক্কা মেরে ফেলে দেয় রাজু ও সমিরুল। এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আহত শুভমকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে জিআরপি। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় শুভম হরির।
এদিকে, শুভমের বাড়ির লোকজন রাজু হরি ও সমিরুল মোল্লার বিরুদ্ধে খুনের মামলা করে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুজনের বিরুদ্ধে খুনের মামলা করে শালিমার জিআরপি। শেষপর্যন্ত দুজনকে গ্রেফতার করে রাখা হয় শালিমার জিআরপির লকআপে। সেখান থেকেই উধাও হয়ে যায় ওই দুই অভিযুক্ত।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে লকআপের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের বিরুদ্ধে। শালিমারে জিআরপির লকআপটি বেশ পুরনো দিনের। কোনও সিসিটিভির নজরদারি ছিল না। ঠিকমতো রক্ষণাবেক্ষণও হয়েতো সেভাবে হয়নি বহুদিন। নজরদারির অভাব ও প্রহরার অভাবে সেই লকআপ ভেঙে পালিয়ে যায় রাজু ও সমিরুল। এমনটাই আপাতত মনে করা হচ্ছ।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জিআরপির উচ্চপদস্থ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *