সার্কুলার জারির পর টুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা সিসোদিয়ার

নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : রবিবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) । সিবিআইয়ের লুক আউট সার্কুলার জারির পর টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ।
এদিন টুইটারে সিসোদিয়া লিখেছেন, ‘‘আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছুই পাননি…। এ বার আপনি লুক আউট সার্কুলার জারি করলেন যেন, মণীশ সিসোদিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না! কী ধরনের চমক এটা মোদীজি? দিল্লিতে স্বাধীন ভাবে ঘুরে বেড়াচ্ছি। আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না? দয়া করে বলুন, কোথায় যেতে হবে?’’
শুক্রবার সিসোদিয়ার বাড়ি-সহ আরও বেশ কয়েকটি এলাকায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘণ্টা মনীশ সিসোদিয়ার বাড়িতে অভিযান শেষে তাঁর কম্পিউটার এবং ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। এছাড়া কিছু ফাইল নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। দিল্লির আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ ১৪ জনের বিরুদ্ধে বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। রবিবার এদের সকলের বিরুদ্ধেই একটি লুক আউট সার্কুলার জারি করেছে।সার্কুলার অনুযায়ী, সিসোদিয়া-সহ ১৪ জন দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি যদি তারা উল্লিখিত শর্ত লঙ্ঘন করে তাহলে তাদের আটক করা যেতে পারে।পারে।-