নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের মনুভ্যালী পঞ্চায়েতে জলে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির নাম রচনা বাউরী ৷ জানা যায় তার মা-বাবা চা বাগান শ্রমিক৷ তারা দুজন ঐ চা বাগানে কাজ করতে গিয়েছিল৷ বাড়িতে ছিল ওই শিশুটি৷ অপর এক শিশুকে নিয়ে খেলা করতে গিয়ে জলে পড়ে যায় দুজনই৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তাদেরকে উদ্ধার করে দমকল বাহিনীকে খবর দেয়৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কৈলাশহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া করে কর্তব্যরত চিকিৎসক রচনা বাউড়ীকে মৃত বলে ঘোষণা করেন৷ অপর এক শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ খেলতে গিয়ে জলে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ ময়নাতদন্তের পর শিশুটির মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷