Extremist Attack: ত্রিপুরা : উগ্রপন্থী হামলায় আহত বিএসএফ জওয়ান





আগরতলা, ১৯ আগস্ট (হি. স.) : ত্রিপুরা-মিজোরাম-বাংলাদেশ সীমান্তে উগ্রপন্থী হামলায় এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। উত্তর ত্রিপুরা জেলায় আনন্দবাজার থানাধীন বিএসএফ ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের সীমানাপুর-২ বিওপি-তে কর্মরত ওই জওয়ানকে চপারে আগরতলার উদ্দেশ্যে আনা হচ্ছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে, বিএসএফ সূত্রে এমনটাই জানা গেছে।
সূত্রের খবর, রোজকার রুটিন মোতাবেক আজ সকালে সীমানাপুর-২ বিওপির বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। হঠাৎ সীমান্তের ওপার থেকে উগ্রপন্থীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তাতে এক বিএসএফ জওয়ানের শরীরে গুলি লেগেছে। উগ্রপন্থীদের অতর্কিত হামলায় বিএসএফ জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছেন। ফলে ঘটনাস্থল থেকে উগ্রপন্থীদের দল পালিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে গেছেন। বিএসএফের ডিআইজি হেলিকপ্টারে ঘটনাস্থলে গেছেন। এলাকায় বিএসএফ চিরুনি তল্লাশী শুরু করেছে। আহত বিএসএফ জওয়ানকে চপারে আগরতলায় আনা হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *