মুম্বই, ১৯ আগস্ট ( হি.স.) : গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ২,২৪৬ জন নতুন করে কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শুক্রবার স্বাস্থ্য বুলেটিন অনুসারে মহারাষ্ট্রে ২,২৪৬ জন নতুন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি ছয় জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ৮০,৭৮,৪১১তে বেড়ে দাঁড়িয়েছে। রাজ্যের পুনরুদ্ধারের হার দাঁড়িয়েছে ৯৮.০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৮৩ শতাংশ।
মারাঠওয়াড়া অঞ্চলে লাতুর জেলায় ৩৩টি পজিটিভ কেস রিপোর্ট করা হয়েছে, তারপরে ১০টি আওরঙ্গাবাদে এবং ৬টি জালনায় পাওয়া গিয়েছে।