গয়া, ১৯ আগস্ট (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে বিহারের গয়ায় জরুরি অবতরণ করল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হেলিকপ্টার। শুক্রবার রাজ্যের খরা পরিস্থিতি সমীক্ষা করতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কিন্তু, আবহাওয়া আচমকাই খারাপ হয়ে যায়।
তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে নীতীশ কুমারের হেলিকপ্টার জরুরি অবতরণ করানো হয়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।