নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি. স.) : দীর্ঘ ১২ ঘণ্টা পর শেষ হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশি ৷ দিল্লির নতুন আফগারি নীতিতে অনিয়মের অভিযোগেই শুক্রবার তাঁর বাড়িতে অভিযান চালানো হয়৷দীর্ঘ ১২ ঘণ্টা পর শেষ হল তল্লাশি৷
সূত্রের খবর, দীর্ঘ ১২ ঘণ্টার তল্লাশিতে মণীশ সিসোদিয়ার বাড়ি থেকে সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই৷ তবে কোনও টাকা পাওয়া যায়নি বলেই খবর৷ এদিকে ডেপুটির বাড়িতে সিবিআই অভিযানের পর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি জানান, অতীতে অনেক তল্লাশি ও অভিযান হয়েছে৷ কিছুই বার হয়নি৷ এবারও কিছুই বার হবে না৷
শুধু মণীশের বাড়িই নয়, আজ, শুক্রবার সকালে একযোগে দিল্লির আরও ২০ জায়গায় হানা দিয়েছে সিবিআই৷ কেন্দ্রীয় এজেন্সির হানার পরে মণীশ তাদের স্বাগত জানিয়েছিলেন৷
মণীশের বাড়িতে সিবিআই পাঠানোয় কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ এনেছেন কেজরি৷ তিনি বলেন, ‘দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য মডেল নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে৷ ওরা এসব বন্ধ করতে চায়৷ তাই দিল্লির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে৷ উল্লেখ্য আর্থিক তছরুপ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷
টুইটে দিল্লির উপমুখ্যমন্ত্রী লেখেন, সিবিআই এসেছে। ওদের স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত সৎ। লাখো শিশুর ভবিষ্যৎ তৈরি করার সংকল্প নিয়েছি। এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এভাবে হয়রানি করা হয়। ঠিক সেই কারণেই আমাদের দেশ এখনও বিশ্বে এক নম্বর হতে পারেনি। তদন্তে সার্বিক সহযোগিতা করব, যাতে দ্রুত সত্য বেরিয়ে আসে। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু কিছুই বের হয়নি। শিক্ষার জন্য কাজ করে যাব। দিল্লির শিক্ষা ও স্বাস্থ্যের চমৎকার কাজ দেখে ওরা বিরক্ত। সেই কারণেই বারবার পরিকল্পিক ভাবে হেনস্থা করা হচ্ছে।
2022-08-19