অদ্ভুত প্রস্তাব, মাঙ্কিপক্সের নাম রাখা হোক “ট্রাম্প-২২’

জেনেভা, ১৮ আগস্ট (হি. স.) : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)র প্রস্তাবে অভূতপূর্ব সাড়া । মাঙ্কিপক্স ভাইরাসের নাম ‘ট্রাম্প-২২’ রাখার পরামর্শ ।

করোনা মহামারির মধ্যেই বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ‘নির্দোষ’ বানরের নামে ভাইরাসটির নাম হওয়ায় তা পরিবর্তনের জোরালো দাবি ওঠেছে। তাই জনগণের পরামর্শ চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । মাঙ্কিপক্স ভাইরাসের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকেই পরামর্শ চেয়ে পাঠিয়েছিল মাঙ্কিপক্স। জবাবে ‘হু’ -র দফতরে যে সব নাম জমা পড়েছে তার মধ্যে একটি বেশ অভিনব। এক আবেদনকারী লিখেছেন, তিনি মাঙ্কিপক্স ভাইরাসের নাম রাখতে চান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে। ভাইরাসের নামের জন্য তাঁর পরামর্শ ‘ট্রাম্প-২২’।

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের বিজ্ঞানী ও চিকিৎসক মহল থেকে মাঙ্কিপক্স ভাইরাসের নাম নিয়ে আপত্তি ওঠেছে। তারা জানিয়েছিল ভাইরাসটির নাম অবিলম্বে বদলানো উচিৎ, কেননা এই নাম মানুষকে ভুল পথে চালিত করবে। মাঙ্কিপক্স ভাইরাসের নামে একটি প্রাণীর নাম জড়িয়ে আছে, যারা আদতে এই ভাইরাস ছড়ায় না। ‘হু’ তারই জবাবে মাঙ্কিপক্সের সম্ভাব্য নামের পরামর্শ চেয়েছিল সাধারণ জনগণের কাছে।

‘হু’ জানিয়েছে, যেসব নাম জমা পড়েছে, তার মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে আছে এমপক্স। তবে ‘ট্রাম্প-২২’ এর মত কিছু অদ্ভুত নামও এসেছে তাদের দফতরে। অবশ্য সংস্থাটি জানিয়েছে, ট্রাম্প ২২-এর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামের সম্পর্ক নেই। আসলে ট্রাম্প ২২-এর পুরো নাম ‘টক্সিক র‌্যাশ অব আনরেকগনাইজড মিস্টেরিয়াস প্রোভেন্যান্স অব ২০২২’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *