হাইলাকান্দি (অসম), ১৮ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলার আয়নাখালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও পাঁচ ছাত্র ও এক অটো চালক গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনকে কেন্দ্র করে উত্তেজিত স্থানীয় জনতা ও ছাত্রকুল ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে জেলাশাসকের প্রতিশ্রুতি পেয়ে সড়ক অবরোধমুক্ত হয়।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাইলাকান্দি থেকে লালাগামী এএস ১১ সিসি ৮৫৯৭ নম্বরের একটি দ্রুতগামী ট্ৰাক এবং জ্ঞানজ্যোতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবাহী এএস ২৪ সি ৩৯৫৫ নম্বরের ডিজেল অটোভ্যানের মুখোমুখি সংঘৰ্ষ হয়। এতে মৃত্যু হয় ইমদাদুল ইসলাম মজুমদার নামের এক ছাত্ৰের। এছাড়া আহত হয়েছে অন্য পাঁচ ছাত্ৰছাত্ৰী ও অটো-চালক। তাদের শিলচর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
আহত ছাত্ৰছাত্ৰীদের সাহারুল ইসলাম, তাহমিনা বেগম, সুকরিয়া বেগম এবং শাহানুর আলম। আরেক গুরুতর আহত ছাত্ৰের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা এবং স্কুলের ছাত্ৰছাত্ৰীরা হতাহতদের ক্ষতিপূরণ সহ গাড়ি চালকদের লাগাম ধরার দবিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। প্ৰায় দু-ঘণ্টা অবরোধের ফলে ৬ নম্বর জতীয় সড়কের আয়নাখাল এলাকায় সৃষ্টি হয় তীব্ৰ জানজট। খবর পেয়ে ছুটে যান হাইলাকান্দির জেলাশাসক হিভারে নিসৰ্গ গৌতম। তিনি নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে প্ৰতিশ্ৰুতি দেন। জেলাশাসকের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ মুক্ত হয় ৬ নম্বর জাতীয় সড়ক।

