জম্মু, ১৮ আগস্ট (হি.স.): ড্রোন ড্রপিং মামলায় জম্মু-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। জম্মু, কাঠুয়া, সাম্বা ও ডোডা জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।
পাকিস্তানি ড্রোনের সাহায্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ড্রপিং মামলায় এদিন অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনআইএ। ড্রোন ড্রপিং মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল মুনীর, যাকে গত মাসেই গ্রেফতার করা হয়েছিল, এদিন তার বাড়িতেও তল্লাশি চালায় এনআইএ। প্রসঙ্গত, ড্রোন ড্রপিং মামলায় ইতিমধ্যেই অনেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, এবার এই মামলায় সক্রিয় হল এনআইএ।