BRAKING NEWS

টুপুল ভূমিধসে শহীদ সেনাদের ‘বীর নারীদের’ সম্মান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

শিলিগুড়ি, ১৮ আগস্ট (হি. স.) : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে সুকনা ৩৩ কর্পস সেনা সদর দফতরে টুপুল ভূমিধসে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন । এর পরে, প্রতিরক্ষা মন্ত্রী বীরাঙ্গনা সম্মান অনুষ্ঠানে শহীদ বীর সেনাদের মধ্যে ১৯ জন ‘বীর নারী’কে সম্মানিত করেন। তিনি ‘বীর নারীদের’ প্রত্যেকের কাছে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন। প্রতিরক্ষামন্ত্রী সিংয়ের সঙ্গে ছিলেন সেনাপ্রধান মনোজ পান্ডে।

গত জুন মাসের শেষে মনিপুরের টুপুলে একটি রেলপথ নির্মাণকাজের তদারকির দায়িত্বে থাকা ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়। আচমকা নদীতে জল বেড়ে এবং ধসে ওই ব্যাটালিয়নের ২৯ জন জওয়ান শহীদ হন। যার মধ্যে দার্জিলিং, কালিম্পং সহ এই এলাকার ১৯ জন জওয়ান ছিলেন। তাঁদের প্রত্যেকটি পরিবারকে এদিন কেন্দ্রের তরফে সাত লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘আর্থিক সাহায্য দিয়ে মৃত্যুর দাম চোকানো যায় না। কিন্তু পরিবারটি যাতে প্রিয়জনকে হারানোর মানসিক যন্ত্রণা নিয়েও খেয়েপড়ে বাঁচতে পারে সেই জন্য কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে।’
এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পরে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি দেশের জন্য একটি বড় ক্ষতি। আমরা শহীদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করছি। এদিন তিনি আরও বলেন, এদিনের ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘গোর্খারা কখনও মিথ্যা কথা বলে না। ব্যক্তিস্বার্থের কথা না ভেবে দেশের জন্য প্রাণ দিতেও রাজি থাকে। আমি গোর্খাদের সম্মান জানাই।’
সুকনায় অনুষ্ঠানের পর ইম্ফলের উদ্দেশে রওনা হন রাজনাথ সিং।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ জুন টুপুল এলাকায় রেল প্রকল্প এলাকায় আকস্মিক ভূমিধসে ৬১ সেনা সদস্য নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *