কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): দক্ষিণ মায়ানমার ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ক্রমেই ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর ও পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের দু”একটি জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে।
উপকূলবর্তী এলাকাগুলিতে শুক্রবার ও শনিবার ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের এই সময়ে সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বজ্রপাতের সময় স্থানীয় মানুষদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, বিগত ২৪ ঘন্টায় কলকাতা ও লাগোয়া জেলাগুলির কোথাও সেভাবে বৃষ্টি হয়নি। আর তাই তাপমাত্রার পারদ খানিকটা চড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।