নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। রোহিঙ্গা ইস্যুতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অনুরাগ বলেছেন, ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতেও প্রস্তুত আপ সরকার।
দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগে অনুরাগ ঠাকুর বলেছেন, তাঁরা (দিল্লি সরকার) ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতেও প্রস্তুত। জাতীয় নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেমন আমরা আগেই বলেছি, এখানে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া হবে না। তাদের দেশে ফেরত পাঠানোর জন্য বিদেশমন্ত্রক আলোচনা করছে।

