নয়াদিল্লি, ১৭ আগস্ট ( হি.স.) : বুধবার চেন্নাই থেকে রাজধানী দিল্লিতে এলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্টালিন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। একজন সরকারী মুখপাত্রের মতে, স্ট্যালিন প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এরপর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে দেখা করবেন। এরপর সন্ধ্যায় মোদীর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্রী স্টালিন প্রধানমন্ত্রী মোদীর সামনে রাজ্য সংক্রান্ত অনেক বিষয় তুলে ধরতে পারেন। তিনি অতিরিক্ত আর্থিক সহায়তা চাইতে পারেন। স্টালিন রাতেই চেন্নাই ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
দ্রৌপদী মুর্মু এবং জগদীপ ধনখার সম্প্রতি রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটিই রাজধানীতে স্ট্যালিনের প্রথম সফর। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে নির্ধারিত বৈঠক সৌজন্য সাক্ষাত।