ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। লীগে নিরঙ্কুশ অপরাজেয় সংহতি। গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতিও তাদের দখলে। এবার শেষ আটের লড়াই শুরু হচ্ছে ১৮ আগস্ট থেকে। প্রথম কোয়ার্টার ফাইনালে সংহতিকে খেলতে হবে বিসিসি অথবা পোস্টারের সঙ্গে। আগামীকাল গ্রুপ লিগ ক্রিকেটের অন্তিম দিনে বিসিসি বনাম পোলস্টার ম্যাচে যে দল জয়ী হবে তারা-ই ছাড়পত্র পাবে সংহতির সঙ্গে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবার। আজ, মঙ্গলবার এমবিবি স্টেডিয়ামে সকালে জেসিসি ও সংহতি পরস্পরের মুখোমুখি হয়েছিল। প্রেস্টিজ ফাইট ছিল দু দলেরই। কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। তবুও লীগে জয়ী হওয়ার আলাদা একটা স্বাদ রয়েছে। অধিক টেনশনে কার্যত স্বল্প স্কোরেই থেমে গেছে জেসিসি। সকাল ন’টায় খেলা শুরুতে টস জিতে সংহতি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। জেসিসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সীমিত কুড়ি ওভারের অনেক আগেই, ১৪ ওভার খেলতেই সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পাল (১৭) ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছুতে পারেনি। সংহতির অমিত আলী ১১ রানে তিনটি এবং শাহরুখ হোসেন, চিরঞ্জিত পাল ও রানা দত্ত প্রত্যেকের দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংহতি লো স্কোরিং টার্গেট পেয়ে অনায়াসেই জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৮.৪ ওভার খেলে সম্রাট সূত্রধর ও দেবদত্ত নাটুর ওপেনিং জুটি দলকে জয় এনে দেয়। সম্রাট সূত্রধর ৩৩ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ী করে তুলে। রানা দত্ত ৪ ওভার বল করে দুটি মেডেন, ৭ রান ও ২ উইকেটের সৌজন্য স্বরূপ ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। দিনের খেলা: স্ফুলিঙ্গ বনাম চলমান সংঘ (সকাল পৌনে নয়টায়); বিসিসি বনাম পোলস্টার (বেলা সোয়া একটায়)।