বাধারঘাটে স্পোর্টস সুকলের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷  রাজধানী আগরতলা শহর এলাকার বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সের স্পোর্টস সুকলের হোস্টেল থেকে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া দেবনাথ৷ বাড়ি চাম্পামুড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার সকালে রাজধানীর আগরতলা শহর এলাকার বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে স্পোর্টস সুকলের হোস্টেল থেকে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ছাত্রীটির নাম সুপ্রিয়া দেবনাথ ৷ বয়স   ১৫ বছর৷ তার বাড়ি চাম্পামুড়া এলাকায়৷ দীর্ঘদিন যাবত সে হোস্টেলে থেকে পড়াশোনা করত৷ মঙ্গলবার সকালে তার সহপাঠীরা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অন্যান্য ছাত্রীরা হোস্টেল সুপারকে খবর দেয়৷ খবর পেয়ে হোস্টেল সুপার সেখানে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় অরুন্ধতীনগর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়৷ স্পোর্টস সুকলের হোস্টেল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ কিভাবে ওই ছাত্রীর মৃত্যু হল তা নিয়ে কেউ মুখ খুলতে নারাজ৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এই মৃত্যুর পেছনে বড় ধরনের কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই আশঙ্কা করছেন৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে আসল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পাওয়ার পুরই পুলিশ এ বিষয়ে নিশ্চিত হবে৷ স্পোর্টস সুকলের হোস্টেল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্পোর্টস সুকল সহ ক্রিড়া মহলে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ ছাত্রীর মৃত্যুর পেছনে আসল কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা উদঘাটনের জন্য দাবি উঠেছে৷