দুর্ঘটনায় ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (আইটিবিপি) কর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
রাষ্ট্রপতি মুর্মু এদিন টুইট বার্তায় বলেছেন, “জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আইটিবিপি কর্মীদের মূল্যবান প্রাণের মর্মান্তিক ক্ষতি আমাকে দুঃখে ভরিয়ে দিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
প্রসঙ্গত, ব্রেক বিকল হয়ে জম্মু-কাশ্মীরের পহেলগামে রাস্তার ধরে নদীতে পড়ে যায় একটি বাস। ওই বাসে মোট ৩৯ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি-র জওয়ান ও দু’জন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান। ঘটনায় ৬ জন আইটিবিপি কর্মী প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

