ডুকলিতে ডিওয়াইএফআই এর রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন হাপানিয়া এবং আমতলী অঞ্চল কমিটি উদ্যোগে ডুকলি মহাকুমা অফিসে রক্তদান শিবির  করা হয়৷ শিবিরে ৫০ জন রক্তদান দেন৷ ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবির সংঘটিত করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াই এফ আই৷ রবিবার ডুকলি অফিসে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ হাপানিয়া এবং আমতলী অঞ্চল কমিটি উদ্যোগে ডুকলি মহকুমা অফিসে রক্তদান শিবির করা হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন বর্তমান সরকার জাত পাত ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে৷ এ ধরনের অপপ্রয়াস রুখে দিয়ে রক্তদানের মত মহতি কার্যকলাপের যুবক যুবতীসহ সমাজের সকল অংশের জনগণকে এগিয়ে আসতে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন৷ তারা বলেন করোনা মহামারীর কারণে গত দুবছর রাজ্যের হাসপাতালগুলিতেও রক্তের সংকট দেখা দেয়৷ রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে৷ বাম ছাত্র যুব সংগঠন বরাবরই রক্তদানের মত মহতি কাজে এগিয়ে আসতে বদ্ধপরিকর৷ এ ধরনের সামাজিক কাজে সকলের সহযোগিতা আহ্বান করেছে বাম ছাত্র যুব সংগঠন৷ রাজ্যের সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন সহ সকলকে রক্তদান শিবির সংঘটিত করার জন্য অনুরোধ জানান নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *