ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।। পদক জয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্ণৌর উদ্দেশ্যে রওযানা হলো ত্রিপুরার জুডোকাররা। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সিনিয়র জুডো প্রতিযোগিতা। তাতে অংশ গ্রহণের জন্য ১২ সদস্যের ত্রিপুরা দল শনিবার ট্রেণে রওযানা হয়েছে। এবার ত্রিপুরার পদক জয় অনেকটাই নিশ্চিত। কারন দলে রয়েছে অশ্মিতা দে। ভূপাল থেকে ত্রিপুরা দলের সঙ্গে যোগ দেবেন সোনার মেয়ে অশ্মিতা। রাজ্য দলের বালক বিভাগের কোচ কাম খেলোয়াড় কৌশিক বল এবং বালিকা বিভাগের কোচ অঙ্কিতা দেববর্মা খেলোয়াড়দের পদক জয় করা নিয়ে নিশ্চিন্ত। দলের প্রতিটি জুডোকারদের এদিন অনেকটা আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ত্রিপুরা দল: (বালক)— গিডিয়ন দেববর্মা, প্রফুল্ল মলশুম, পূজা পাল, সাগরদ্বীপ নন্দী, সোলেমন হুসেন, মৃণাল ভৌমিক, কৌশিক বল, (বালিকা)— অশ্মিতা দে, সুহেতা দাস, পূজা পাল, নাজমা আক্তার এবং অঙ্কিতা দেববর্মা। ক্রীড়া দপ্তরের সহকারি ক্রীড়া আধিকারিক মিহির শীলও রাজ্যে দলের সাফল্য পাওয়া নিয়ে যথে,্ট আশাবাদী।