নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ হয়েছে। ওই মহিলা রোগী দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই দিল্লিতে একজন মাঙ্কিপক্স রোগী সুস্থ হয়েছেন, ৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের এমডি ডাঃ সুরেশ কুমার জানিয়েছেন, দিল্লিতে মোট ৫ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। ওই রোগীর টেস্ট রিপোর্ট শুক্রবারই পজিটিভ এসেছে। বর্তমানে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন ও একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।