BRAKING NEWS

ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে। শনিবার কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে মিলিত হয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নতুন দিল্লিতে নিজস্ব সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের আপ্যায়ন করে বলেছেন, পরিবারের সদস্য হিসেবে সময় বার করে এখানে আসার জন্য আমি অত্যন্ত খুশি। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। এটাই যুব শক্তির সূচনা, ভারতীয় ক্রীড়ার সুবর্ণ যুগ শুরু হয়ে গিয়েছে।”প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আপনারা সবাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কিন্তু কোটি কোটি ভারতীয় এখানে আপনাদের জন্য প্রার্থনা করছিলেন। গভীর রাত পর্যন্ত আপনাদের প্রতিটি প্রয়াস, প্রতিটি পদক্ষেপ দেশবাসী দেখেছে। অনেকে আবার অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছে যাতে আপনাদের প্রচেষ্টার আপডেট জানতে পারেন।” প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমাদের পারফরম্যান্সের একটি সৎ মূল্যায়ন শুধু পদকের সংখ্যা দিয়েই সম্ভব নয়। আমাদের খেলোয়াড়রা এবার যেভাবে প্রতিযোগিতা করেছেন, তা কোনও পদকের থেকে কম নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *