নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ বিপ্লবের জাহাজ নামলো রাস্তায়৷ দেখে হতবাক প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ দলীয় কর্মকর্তারাই বাস্তব চিত্র প্রাক্তনের চোখের সামনে তুলে ধরার জন্য কৌশলে ভালো রাস্তা দিয়ে রেলি সংঘটিত না করে বেহাল রাস্তা ঘাট দিয়ে রেলি সংগঠিত করালেন৷ তাতে বিপ্লব নিজের কাটা গর্তে নিজেই যেন হাবুডুবু খেলেন৷ অনেকেই বলছেন বিপ্লবকে উচিত শিক্ষা দিতেই এই কৌশল নেয়া হয়েছে৷ ৯৯ শতাংশ কাজ হয়ে গেছে রাজ্যে৷ বিভিন্ন জায়গায় এই তথ্য তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কিন্তু আজ বাস্তব চিত্র অন্য রকম৷ আজ প্রভাত ফেরিতে অংশ নিতে সোনামুড়ায় আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ যে গৌমতীতে জাহাজ আসার কথা বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই গৌমতীর পাড়ের তথ্য নিজের চোখেই পরখ করে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সোনামুড়ার বিভিন্ন রাস্তাঘাট বেহাল অবস্থায় পরিণত হয়েছে৷ বৃষ্টি আসলে জাহাজ আসবে অবস্থা হয় রাস্তাঘাটের৷ তা আজ প্রাক্তন নিজে দেখলেন রবীন্দ্রনগর থেকে সোনামুড়ায় রেলিতে এসে৷ অবাক করার বিষয় হলো ভালো রাস্তা রেখে প্রাক্তনকে বেহাল রাস্তা দিয়ে রেলি করে নিয়ে যায় দলীয় কার্যকর্তারা৷ রবীন্দ্রনগর থেকে কালিমন্দির হয়ে সোনামুড়ায় আসার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়৷ প্রতিদিন শতশত মানুষ চলাচল করে এই রাস্তায়৷ প্রথম এই বেহাল রাস্তায় হেঁটে রেলি করলেও পরে গাড়িতে ঘরে কাদাযুক্ত রাস্তায় রেলি করতে হয় বিপ্লব দেবকে৷ বিপ্লবের আমলে কোনো কাজেই হয়নি তা দেখানোর জন্যই কি এই খারাপ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় রেলি, এই প্রশ্ণই আজ উকি দিচ্ছে সোনামুড়ায়৷ প্রতিশ্রুতি খেলাপের যে কি বিষময় ফল ভোগ করতে হয় শনিবার সোনামুড়ায় রেলী করতে গিয়ে তা টের পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
2022-08-13