ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে হার্ভে ক্লাব। তাও ৪ রানের ব্যবধানে রোমাঞ্চকর জয়। হারিয়েছে শক্তিশালী স্ফুলিঙ্গ ক্লাবকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ ক্লাব সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এমবিবি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। স্ফুলিঙ্গ বনাম হার্ভের ম্যাচ। বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে তেজস্বী জয়সোয়াল সর্বাধিক ৩৯ রান পায়। তেজস্বী ২৪ বল খেলে ছয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩৯ রান সংগ্রহ করে। মেহুল সিং ৯ বলে ১৮ রান সংগ্রহ করে ভালোই যোগান দিয়েছে। অতিরিক্ত হাতে পেয়েছিল ২৫ রান। স্ফুলিঙ্গের বোলার বিক্রম দেবনাথ ও জয়দীপ দেব দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে স্ফুলিঙ্গের প্রারম্ভিক ব্যাটসম্যানরা কিছুটা ব্যর্থতার পরিচয় দিলে শেষ দিকে স্বরাব সাহানি যথেষ্ট চেষ্টা করেও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়। স্বরাব সাহানি ৩২ বল খেলে তিনটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৬ রান সংগ্রহ করলেও চার রানের জন্য হার স্বীকার করতে বাধ্য হয়। হার্ভের বোলার তেজস্বী জয়সওয়াল ও অক্ষয় সিন্ধে দুটি করে উইকেট পেয়েছে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরমেন্সের নিরিখে তেজস্বী জয়সওয়াল পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব। দিনের খেলা: ইউনাইটেড বিএসটি বনাম সংহতি (সকাল পৌনে নটায়); চলমান সংঘ বনাম বিসিসি (বেলা সোয়া একটায়)।