তামুলপর (অসম), ১২ আগস্ট (হি.স.) : তামুলপুরে পুলিশি হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে ঢাকা দিয়েছে ড্ৰাগস-আসক্ত এক যুবক। ফেরার যুবকের নাম সেলিম উদ্দিন বলে জানা গেছে।
তামুলপুর পুলিশ স্থানীয় জনতার সহায়তায় সেলিম ও তার এক সঙ্গী জুমা ব্ৰক্ষ্মকে গ্রেফতার করেছিল। আজ তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য তামুলপুর প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখনই পুলিশকর্মীর অমনোযোগিতার সুযোগে হ্যান্ডকাফ সহ পালিয়ে যায় দুই ড্রাগস-আসক্ত। তবে উপস্থিত জনতার সহায়তায় জুমা ব্রহ্মকে ধরা গেলেও হ্যান্ডকাফ সহ পলাতক সেলিমকে পাকড়াও করা যায়নি। তাকে ধরতে কালোঘাম ছুটিয়েছে পুলিশ।