কলকাতা, ১১ আগস্ট (হি. স.) : তিন বছরের প্রতীক্ষা শেষ। মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’। কিন্তু প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ও ছবির পরিচালক রাজ চক্রবর্তীর ঠান্ডা লড়াই অব্যাহত।
বর্ষীয়ান নেতা তথাগতবাবু ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী পার্নো মিত্র সম্পর্কে সম্প্রতি টুইটারে লেখেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন ‘কামিনী’ দুঃখিত প্রার্থী ছিলেন না? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ বেশ।’ পার্নোকে বয়কটের ডাকও দেন তিনি।
তথাগতবাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় পরিচালক রাজের কথায়, ‘‘খুবই খারাপ লেগেছে। কিন্তু এক জন বর্ষীয়ান নেতাকে নিয়ে কোনও মন্তব্য করব না। তথাগত রায়ের এই অভ্যাস নতুন নয়। উনি নারীদের সম্মান করতে জানেন না। প্রায়ই মহিলাদের উদ্দেশে বাজে শব্দ ব্যবহার করে থাকেন। এটাই বোধহয় ওঁর বিশেষত্ব।’’
বৃহস্পতিবার এই প্রতিবেদক এ নিয়ে তথাগতবাবুর মতামত জানতে চাইলে তিনি তাঁর মন্তব্যকে কুৎসা বলে মানতে রাজি হননি। তাঁর কথায়, “এই কামিনীরা কেন বিজেপিতে এসেছিলেন, কেন এবং কিসের বিনিময়ে নির্বাচনের টিকিট ও টাকা পেয়েছিলেন, এবং হেরে যাবার পর পিঠটান দিয়েছিলেন তাও কি বলে দিতে হবে? কামিনী তো কোনো খারাপ কথা নয়। এই নামের একজন প্রখ্যাতা বাঙালি কবি ছিলেন।“