দুর্গাপুর, ১১ আগস্ট (হি. স.) : রাতভর টানা বৃষ্টি। আর তার জেরে খনি অঞ্চলে ধস নামল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসিএলের কাজোড়ার পড়াশকোল এলাকায়। পরাশকোল কোলিয়ারি (পশ্চিম) সংলগ্ন একটি ফুটবল মাঠের ঠিক পাশেই ধসের বিশাল এলাকাজড়ে মাটি ধস দেখা যায়। ধসে প্রায় ৫০ বর্গফুট বৃত্তাকার মাটি প্রায় ১০ ফুট নিচে চলে যায়। ঘটনাস্থল থেকে একটু দূরে ছ’ নম্বর আবাসিক কলোনি রয়েছে। সেখানে খনি কর্মীরা থাকেন। এছাড়াও রয়েছে একটি কয়লা খনি। খুব কাছে রয়েছে জনবসতিও। ধসের খবর চাউর হতেই আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,” কয়লা উত্তোলনের পর মাটির নিচের খনিগুলো ঠিকমতো বালি দিয়ে ভরাট হয় না। তার ফলে এলাকায় প্রায়ই ধস নামে।”খবর পেয়ে কোলিয়ারি কর্তৃপক্ষ ঘটনাস্থলের গোটা এলাকা কাঁটা তার দিয়ে ঘিরে দেয়। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধস এলাকায় একটি পুরনো খনির সিম যা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছে। লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে গেছে, তার জেরে ধস নেমেছে। মাটি ভরাট করার কাজ চালাচ্ছে।”