মন্ত্রিসভায় রদবদল করলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা

টোকিও, ১০ আগস্ট ( হি.স.) : জনসমর্থনের হার কমে যাওয়ার আশঙ্কায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বুধবার মন্ত্রিসভা এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যনির্বাহী পদের রদবদল করলেন।

সূত্রের খবর অনুসারে, বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অর্থমন্ত্রী শুনিচি সুজুকি এবং প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো পদে বহাল রাখা হয়েছে। তবে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদা নোবুও কিশির স্থলাভিষিক্ত হয়ে ফের প্রতিরক্ষার দায়িত্ব নিয়েছেন।

নতুন মন্ত্রিসভায় এলডিপির নীতি প্রধান সানে তাকাইচিকে অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্টির জনসংযোগ প্রধান তারো কোনোকে ডিজিটাইজেশন মন্ত্রী করা হয়েছে।

শিল্পমন্ত্রী কোইচি হাগিউদাকে এলডিপি নীতি প্রধানের মূল পদে নিযুক্ত করেন এবং সরকারের কোভিড-১৯ প্রতিক্রিয়ার দায়িত্বে থাকা প্রাক্তন অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরাকে শিল্পমন্ত্রীর পদের দায়িত্বভার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *