নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): চতুর্দশতম রাষ্ট্রপতি পেতে চলেছে ভারত। ১১ আগস্ট, বৃহস্পতিবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জগদীপ ধনখড়। প্রত্যাশিত ভাবেই দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট, ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মার্গারেট আলভার প্রাপ্ত ভোট ১৮২।
৭২.৮ শতাংশ বৈধ ভোট পেয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতেছেন ধনখড়। জগদীপের জয়ের মার্জিন বিগত ৬-বারের উপরাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। এম ভেঙ্কাইয়া নাইডুর স্থলাভিষিক্ত হবেন জগদীপ ধনখড়। আইনজীবী হিসাবে কাজ করতে করতেই রাজনীতির আঙিনায় পা রাখেন ধনখড়। এবার দেশের দ্বিতীয় সাংবাধানিক পদে আসীন হতে চলেছেন তিনি।