হাফলঙে ভারতীয় জাতীয় কংগ্রেসের ‘আজাদি কা গৌরব যাত্রা’

হাফলং (অসম), ৯ আগস্ট (হি.স.) : ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার থেকে সমগ্র দেশ ব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেসও ‘আজাদি কা গৌরব যাত্রা’ শুরু করেছে। এরই অঙ্গ হিসেবে ডিমা হাসাও জেলা সদর হাফলঙে রাজীব ভবনে আজাদি কি গৌরব যাত্রার সূচনা হয়েছে।

এদিন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কংগ্রেস ভবনের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর হাফলং শহরে স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি নিবেদন করার। ডিমা হাসাও জেলা কংগ্রেসের নেতা সমরজিৎ হাফলংবার বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশব্যাপী আজ থেকে আজাদি কি গৌরব পদযাত্রা কার্যসূচি হাতে নিয়েছে কংগ্রেস। ভারতের কোণায় কোণায় গিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে অবদান ও বলিদান প্রদত্ত মহান মানুষের মধ্যে সজাগতা বৃদ্ধি করা হবে।

ডিমা হাসাওয়ের বিভিন্ন জায়গায়ও কংগ্রেস কর্মীরা এই সজাগতা অভিযান চালাবে। এই কার্যসূচি চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। সমরজিৎ হাফলংবার বলেন, ব্রিটিশ কলোনিয়াল শাসন থেকে মুক্ত হয়ে আজ দেশবাসী বিজেপির শাসনে প্রাইভেটাইজেশন থেকে মুক্ত হতে পারছে না। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে অনেক স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার পর বিজেপির শাসনকালে প্রাইভেটাইজেশন থেকে মুক্ত হতে ‘মুক্ত ভারত’ গড়তে দেশবাসীর মধ্যে সজাগতা সৃষ্টি করতে কংগ্রেসের এই আজাদি কা গৌরব যাত্রা কার্যসূচি।

সমরজিৎ হাফলংবার বলেন, ১৯৪৭ সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন হাফলং সাব-ডিভিশন ছিল। এখানের সাব-ডিভিশনাল অফিসার ছিলেন সিএস বোট। তখন ব্রিটিশের পতাকা নামিয়ে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন হামদন হাফলংবার। কিন্তু আজ তাঁকে কেউ মনেই রাখেনি। তাছাড়া স্বাধীনতা আন্দোলনে রানি গাইদিনলিউ, বীর শম্ভুধন ফংলো, জয়ভদ্র হাগজারের স্বাধীনতা আন্দোলনে অবদান এবং এ নিয়ে সজাগতা সৃষ্টি করতে আজাদি কা গৌরব পদযাত্রা কার্যসূচি, জানিয়েছেন সমরজিৎ হাফলংবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *