নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ ই-রিস্কা শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা আদায় করার গুরুত্বর অভিযোগ উঠেছে৷ ই রিক্সা শ্রমিক সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে মঙ্গলবার আগরতলা পূর্ব থানায় ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে প্রশাসনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷ রাজ্যে হাজার হাজার বেকার যুবক ই রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে চলেছে৷ চালকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকায় রোজগারেও ভাটা পড়তে শুরু করেছে৷ তদুপরি কায়িক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে বদ্ধপরিকর ই রিক্সা শ্রমিকরা৷ এর মধ্যেই আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক ই রিকশা থামিয়ে তাদের কাছ থেকে বলপূর্বক টাকা পয়সা আদায় করছে বলে গুরুত্ব অভিযোগ মিলেছে৷ কারো কারো কাছ থেকে ১০০০ টাকা, দু হাজার টাকা, ৫০০০ টাকা পর্যন্ত তারা আদায় করে নিচ্ছে৷ বিষয়টি ই রিস্কা শ্রমিক সমিতির নজরে আসার পর প্রশাসনের নজরে নেওয়া হয়৷ আজ সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধিদল আগরতলা পূর্ব থানায় গিয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান গত বেশ কিছুদিন ধরেই ই রিক্সা শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা-পয়সা আদায় করে চলেছে একটি চক্র৷ তারা তিনজনের নামধামও পুলিশকে জানিয়েছে৷ এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং এ ধরনের চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় ই রিক্সা শ্রমিকরা প্রতিরোধ গড়ে তুলতে পারে৷ তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে প্রশাসনকেই দায়ী থাকতে হবে বলে সংগঠনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে৷ এদিন ই রিস্কা শ্রমিক সমিতির ডেপুটেশনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ ই রিক্সা শ্রমিকরা জানিয়েছে তাদের উপর যেকোনো ধরনের জুলুমবাজি বন্ধ করতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পরিকর৷ তবে এর আগে তারা প্রশাসনকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে৷