/জাতীয় হ্যান্ডলুম দিবসে জনগণকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

জাতীয় হ্যান্ডলুম দিবসে জনগণকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র

নয়াদিল্লি, ৭ আগস্ট ( হি.স.) : রবিবার জাতীয় হ্যান্ডলুম দিবসে জনগণকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় হ্যান্ডলুম দিবসে প্রত্যেককে দেশের তাঁত ঐতিহ্যের প্রচার করতে এবং তাঁতিদের বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভারতের তাঁত সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে নির্দেশ করে।

তিনি আরও বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯০৫ সালে এই দিনে শুরু হওয়া স্বদেশী আন্দোলনের স্মরণে এবং প্রাচীন ভারতীয় শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য ৭ আগস্টকে জাতীয় তাঁত দিবস হিসাবে ঘোষণা করেছিলেন।
দেশীয় তাঁতীদের হাতে বোনা পণ্য ব্যবহারে দেশবাসীকে উৎসাহিত করাও এর উদ্দেশ্য। এই ৮তম জাতীয় তাঁত দিবসে আমরা আমাদের তাঁতের ঐতিহ্য সংরক্ষণ ও প্রচার করার এবং আমাদের তাঁত ও তাঁতীদের, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন করার জন্য মোদী সরকারের সংকল্পকে আরও এগিয়ে নিতে যেতে হাত মেলানোর বার্তা দিলেন তিনি।

TAGS: