নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অগস্ট৷৷ ফেডকোর বদান্যতায় বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট সাধারণ জনগণ৷ যে কোন সময় ক্ষুব্ধ জনগণের ধৈর্যের বাঁধ ভাঙতে পারে৷ বিদ্যুৎ এর বেসরকারিকরণ করার পর বিভিন্ন সংস্থাটি এস ই সি লিমিটেড এর সঙ্গে যুক্ত হয়৷ তাদের মধ্যে অন্যতম একটি হলো ফেডকো৷ অনভিজ্ঞতার কারণে বাজে বিদ্যুৎ পরিষেবা প্রধান সবার সেরা ফিডকো৷ যা বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস নিজে স্কীকার করেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রীকে মঞ্চে বসিয়ে৷
গত মে মাসের ৬ তারিখ এক যুগে ৭টি পাওয়ার স্টেশন এর উদ্বোধন হয়েছিল রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের হাত ধরে৷ এর মধ্যে একটি বামুটিয়া ৩৩কেবি পাওয়ার স্টেশন এর সূচনা হয়৷ সেদিন বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস ফেডকো সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে ফেডকোকে দায়িত্ব দেওয়ার পর বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বিদ্যুৎ চলে যাচ্ছে এবং তিনি সেদিন বিদ্যুৎমন্ত্রী জিষ্ণু দেববর্মনের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই সমস্যার যাতে সমাধান হয়৷ কিন্তু লক্ষণীয় বিষয় এখন পর্যন্ত এই সমস্যার কোন সমাধান হয়নি বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎযন্ত্রণা৷ বৃষ্টি আসার আগেই চলে যায় বিদ্যুৎ৷
রাতের বেলায় প্রায় প্রতিদিন গভীর রাতে আচমকা বিদ্যুৎ থাকছে না৷ এই প্রচন্ড দাবদাহেও বন্ধ বিদ্যুৎ পরিষেবা৷ ফেডকো এর অফিসে গেলে বলা হয় কাস্টমার নম্বরে কল করার জন্য৷ কিন্তু এই নাম্বারগুলিতে একাধিকবার কল করা হলেও কল তোলা হয় না৷ বরং কল কেটে দিয়ে অন্যদিকে কল ব্যস্ত করে রাখা হয়৷ এ বিষয়ে ফেডকো এর কাছে জানতে চাইলে তারা সংবাদ মাধ্যমের কাছে কিছুই বলতে নারাজ৷ এতে বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট এলাকাবাসী৷ ফেডকোর বাজে পরিষেবায় সাধারণ জনণের প্রশ্ণ গত চার বছরেও জনগণের বিদ্যুৎ যন্ত্রনা হ্রাস করতে পারেনি বামুটিয়া বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস ও বিজেপি সরকার৷ বিগত বাম আমলেও অন্তত বামুটিয়া এলকার মানুষ এত বিদ্যুৎ যন্ত্রনা পায়নি৷ সাধারণ মানুষ বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে বলতে শুরু করেছেন বাম আমলেই ভালো ছিল৷ সচেতন মহলের দাবি বিধায়ক যেন সরকারি বিধায়ক নিবাস থেকে বেরিয়ে এসে জনগনের যন্ত্রনা কমাতে জনপ্রতিনিধি সুলভ পদক্ষেপ গ্রহণ করেন৷
2022-08-07