নয়াদিল্লি, ৬ আগস্ট ( হি.স.) : আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত দিল্লি সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করলেন। বিশেষ বিচারক গীতাঞ্জলি গোয়েল তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে অন্তর্বর্তী আবেদন প্রত্যাহারের অনুমতি দেন।
শনিবার বিষয়টি ইতিমধ্যে আদালতে তালিকাভুক্ত করা হয়নি। তবে সত্যেন্দ্র জৈনের পক্ষে আইনজীবী এন হরিহরন বলেন, সত্যেন্দ্র জৈনকে আজই লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাই তিনি অন্তর্বর্তী জামিনের আবেদন প্রত্যাহার করতে চান। এরপর আদালত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে তা প্রত্যাহারের অনুমতি দেন।
স্বাস্থ্যের কারণে আদালতের কাছে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন সত্যেন্দ্র জৈন। গত ১৫ জুলাই থেকে তিনি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি ছিলেন। জৈনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি বলে, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল একটি দিল্লি সরকারি হাসপাতাল এবং সত্যেন্দ্র জৈনের মেডিকেল রিপোর্টে মিথ্যা হতে পারে। ইডি জানিয়েছে, সত্যেন্দ্র জৈন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী এবং এমন পরিস্থিতিতে তাঁর মেডিকেল রিপোর্টে অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে।