মানুষের সমস্যা উত্থাপন করা কর্তব্য : রাহুল, খাড়গে বললেন আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): জনগণের সমস্যার বিষয় উত্থাপন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে নিজেদের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বললেন, আমাদের প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ।

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ-আন্দোলন করেছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই রাহুল-সহ অনেক কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। কংগ্রেসের সদর দফতরের বাইরে আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।
সংসদ থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল কংগ্রেসের। কিন্তু সেই মিছিল বিজয় চকে আটকে দেয় দিল্লি পুলিশ। মিছিল থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, “সমস্ত কংগ্রেস সাংসদরা মূল্যবৃদ্ধির ইস্যু উত্থাপন করতে রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেছিলেন, কিন্তু আমাদের এখান থেকে (বিজয় চক) এগোতে দেওয়া হচ্ছে না। আমাদের কাজ হল জনগণের সমস্যা তুলে ধরা…কিছু সাংসদকে আটক করা হয়েছে, মারধরও করা হয়েছে।” মল্লিকার্জুন খাড়গে বলেছেন, আমরা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অন্যান্য ইস্যুগুলির মধ্যে জিএসটি হার বৃদ্ধির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *