জম্মু থেকে রওনা ১৭৪ জনের অমরনাথ যাত্রী

জম্মু, ৫ আগস্ট ( হি.স.) : জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে শুক্রবার সকালে অমরনাথর তীর্থযাত্রার জন্য সবচেয়ে ছোট দলটি রওনা হয়েছে। আটটি গাড়ির মধ্যে এই ব্যাচে ১৭৪ জন তীর্থযাত্রী রয়েছেন।

এই ব্যাচ বালতাল এবং পাহেলগাম রুটে রওনা হয়েছে। ব্যাচে ১০১ জন পুরুষ, ৩৫ জন মহিলা, ২৮ জন সাধু এবং ১০ জন সাধ্বী রয়েছেন। এই ব্যাচ নিয়ে জম্মুর বেস ক্যাম্প থেকে এখনও পর্যন্ত ১,৫৬,৪৩২ জন তীর্থযাত্রী অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বালতাল এবং পাহেলগাম রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা নির্বিঘ্নে চলছে। এ পর্যন্ত তিন লাখেরও বেশি ভক্ত বাবা অমরনাথকে দর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *