নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সপ্তম ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সমিতির অফিস কক্ষে৷ উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ মনোজ কান্তি দেব বলেন বিগত সরকারের আমলে রাজ্যের মানুষ রেশন সামগ্রী থেকে বঞ্চিত হতো৷ কিন্তু বিজেপি সরকারের আমলে এধরনের ঘটনা নেই বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী৷ উনার কথায়, বর্তমান সরকারের আমলে মানুষ আরো বেশি করে উপকৃত হচ্ছেন রেশন সামগ্রীর মাধ্যমে৷ এছাড়াও মন্ত্রী বলেন, গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রত্যেকটি রেশন দোকানে সরিষার তেল,সয়াবিন ইত্যাদি বিতবণ করা হচ্ছে৷ এছাড়াও রাজ্যে নতুন করে ২০০ টি রেশন দোকান খোলা হয়েছে যেগুলো মহিলা দ্বারা পরিচালনা করা হয়৷ অর্থাৎ গণবণ্টন ব্যবস্থায় মহিলা সশক্তিকরনকেও গুরুত্ব দিচ্ছে সরকার৷ তিনি এও দাবি করেন, এরাজ্যের গণবণ্টন ব্যবস্থা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভালো৷
2022-08-04