বটতলায় যাত্রী পরিবহণ নিয়ে দুই গোষ্ঠীর চালকদের মধ্যে বিরোধ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ বটতলা থেকে সব ধরনের যানবাহন দাঁড় করিয়ে যাত্রী পরিবহন বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে নাগেরজলা স্ট্যান্ড থেকে যাত্রী পরিবহনকারী যানবাহনের মালিক ও শ্রমিকরা৷ অন্যথায় তারাও বটতলায় যানবাহন দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন৷ রাজধানীর আগরতলা শহরের বটতলা থেকে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো নিষিদ্ধ করা সত্ত্বেও ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার কারণে দীর্ঘদিন ধরেই এই প্রবণতা অব্যাহত রয়েছে৷ বটতলা থেকে আরবান বাসগুলো এবং অন্যান্য কিছু যানবাহন যাত্রী ওঠানামা করানোর ফলে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে যারা যাত্রী পরিবহন করে সেসব বাস ও অন্যান্য যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যাতে জেলা শাসকের নির্দেশ মান্য করে বটতলা থেকে যাত্রী উঠানামা বন্ধ করা হয়৷ কিন্তু ট্রাফিক পুলিশ ও প্রশাসন জেলাশাসকের সেই নির্দেশ কার্যকর করছে না৷ বটতলা থেকে প্রতিনিয়ত যানবাহন দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে রীতিমতো স্ট্যান্ড বানিয়ে যাতে উঠানামা করে চলেছে আরবান বাস সহ অন্য কিছু যানবাহন৷ তাতে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে যাতায়াতকারী বাস ও অন্যান্য যানবাহনগুলো যাত্রী পাচ্ছে না৷ নাগেরজলা বাসস্ট্যান্ডের বাস ও অন্যান্য যানবাহনগুলির পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে বটতলা স্ট্যান্ড বন্ধ করে নাগেরজলা থেকে যানবাহন চলাচলের ব্যবস্থা করো না হলে তারাও বটতলায় সব যানবাহন নিয়ে এসেছে বটতলা থেকে যাত্রী পরিবহন করবে৷ তাতে কোন ধরনের সমস্যার সৃষ্টি হলে তারা দায়ী থাকবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷ সিএনজি আরবান বাসগুলি বটতলা থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ পূর্ববর্তী জেলাশাসক শৈলেস যাদব এক অর্ডারের মাধ্যমে বটতলায় কোনরকম গাড়ি থেমে যাত্রী নেওয়া নিষিদ্ধ করেছিলেন৷ কিন্তু ট্রাফিকের নিষ্ক্রিয়তার ফলে বাসগুলি যাত্রী বটতলা থেকে নেওয়া বন্ধ করেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *