নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ বুধবার ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক স্বপন বল৷ এদিন মূল্য বৃদ্ধি, বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া সহ শিক্ষ কর্মচারীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে৷
এদিন বিস্তারিত বলতে গিয়ে সাধারণ সম্পাদক স্বপন বল বলেছেন, বর্তমানে সাধারণ জিনিসের মূল্য আকাশ ছোঁয়া৷ সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন যাপন করা কস্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে৷ শুধু তাই নয়, তার উপর নতুন করে জি এস টি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি দাবি জানান, অতি সত্তর যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমিয়ে আনা হয়৷ তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীরা মোট ৩৪ শতাংশ ডি এ পাচ্ছেন৷ সেই জায়গায় ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা দারুনভাবে ক্ষতিগ্রস্থ৷ মঙ্গলবারের রাজ্য সরকারের তরফে ডি এ ঘোষণার পর রাজ্যের শিক্ষক কর্মচারী রা মাত্র ৮ শতাংশ ডি এ পাবে৷ অর্থাৎ প্রায় ২৬ শতাংশ ডি এ থেকে বঞ্চিত ত্রিপুরার কর্মচারীরা৷ তাই এদিনের সাংবাদিক সম্মেলন থেকে প্রাপ্য ডি এ প্রদান করার ও দাবি জানানো হয়েছে৷ এছাড়াও সমিতির সাধাবণ সম্পাদক স্বপন বল আরো অভিযোগ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বারবার ডি এ বৃদ্ধির দাবিতে চিঠি পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি৷ এমনকি অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক এস সি কুমারও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট চিঠি পাঠিয়েছেন ডি এ বৃদ্ধির আবেদন জানিয়ে৷ কিন্তু তবুও মুখ্যমন্ত্রী কোনো সুদুত্তর দেননি৷ এছাড়াও তেলিয়ামুড়ায় কমিটির কার্যালয়টি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে৷ যদিও আদালত এই পুনরায় অফিসটি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন৷ এই সমস্ত বিষয় নিয়ে আগামী ৬ ই আগস্ট এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন সমিতির সাধারন সম্পাদক স্বপন বল৷