বটতলায় হাওড়া ব্রিজ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন আত্মহত্যা হত্যাকান্ড সহ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ব্যাপক হারে ঘটে চলেছে৷ মঙ্গলবার রাজধানীর আগরতলা শহরের বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
রাজ্যে হত্যাকাণ্ড আত্মহত্যা এবং অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে৷ অভাব অনটন এবং রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সহ অন্যান্য নানা কারণে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় এ ধরনের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে৷ সরকার ও প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ গ্রহণ করলেও এ ধরনের কার্যকলাপ বন্ধ করা কষ্টকর হয়ে উঠেছে৷
মঙ্গলবার রাজধানী আগরতলা শহরের বটতলা হাওড়া ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷ পুলিশ ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি৷একের পর এক রাজধানী আগরতলা শহর এলাকাসহ রাজ্যের বিভিন্ন স্থানে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জনমণে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷