ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। মাঠে ছড়িয়ে দিতে হবে ক্রীড়া সামগ্রী। এই ক্রীড়া সামগ্রীর আকর্ষণে ছেলে-মেয়েরা মাঠমুখো হবে। অতঃপর খেলোয়াড় উঠে আসবে তৃণমূল স্তর থেকে। রাজ্য ফুটবলের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রাক্তন ফুটবলাররা এ ধরনের এক দারুন উদ্যোগ গ্রহণ করেছেন। রাজ্য ফুটবলের উন্নতি কল্পে আজ, রবিবার বিকেলে ত্রিপুরা ভেটারেন ফুটবলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে মতিনগর পল্লী ক্রীড়া একাডেমীকে, মতিনগর হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে খেলোয়াড়দের হাতে ফুটবল প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে প্রাক্তন ফুটবলার এবং প্রখ্যাত কোচ বিমল কুমার রায়চৌধুরী, শুভেনজিৎ সিনহা, সুজিত ঘোষ, অনিমেষ দেব এবং সংস্থার সম্পাদক রঞ্জিত কুমার দেব প্রমূখ উপস্থিত ছিলেন। ফুটবল প্রশিক্ষণ সামগ্রী প্রদানের উদ্দেশ্যে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছোট থেকে বড় সকল খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া প্রেমী মহলে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।