মুম্বই, ৩১ জুলাই ( হি.স.) : জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে রবিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হানা দিয়েছে বলে জানা গিয়েছে। পাত্র চাওল জমি দুর্নীতি মামলায় রাউতের বাড়িতে ইডির অভিযান বলে জানা গিয়েছে।
এর আগে, মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতনের সময় এই মামলায় রাউতকে তলব করেছিল ইডি। সেই প্রেক্ষিতে গত ১ জুলাই ইডি দফতরে গিয়েছিলেন শিবসেনা নেতা। গত ২০ জুলাই আবারও সঞ্জয়কে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। সংসদের অধিবেশনে ব্যস্ত থাকার কারণে তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে পারবেন না বলে আইনজীবী মারফত সে সময় জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে আগামী ৭ আগস্টের পর তিনি হাজিরা দিতে পারবেন বলে ইডিকে জানিয়েছিলেন রাউত।