কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : গত প্রায় ৭/৮ দিন ধরে স্টুডেন্টস হেলথ হোমের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি আছে আমতার ছাত্রী তিথিকা ভট্টাচার্য্য। গোটা ডান হাত জুড়ে তীব্র যন্ত্রনা ও তার তালুতে একটি টিউমার (ক্যান্সার নয় সম্ভবত)। অনেক ধরনের (সার্জারি, অর্থোপেডিক, পেন স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট) ডাক্তারবাবুই দেখেছেন, প্লাস্টিক সার্জেনও দেখলেন। অনেক পরীক্ষা নিরীক্ষাও চলছে।
যন্ত্রনা বেশ কিছুটা কমলেও মূল রোগ এখনও অধরাই। হঠাৎ জানা গেল ওর জন্মদিন। সীমিত খরচে, কিন্তু প্রবল উৎসাহে তা পালিত হল। ওষুধ তো শরীর সারাবে, মন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এ কথা জানিয়ে ডাঃ পবিত্র গোস্বামী শনিবার জানান, “সরকারী সমস্ত জনকল্যান মূলক ব্যবস্থা থাকলেও ভবিষ্যত প্রজন্মের আশাবাদী লালন পালনের স্বার্থে স্টুডেন্টস হেলথ হোম আজও এভাবেই প্রাসঙ্গিক।”